মানুষ কাটছে গাছ, কেঁদে যাচ্ছে বন-বনানী।
কাঁদে পাখি, কাঁদে গাছ, কাঁদে পরিবেশ বিজ্ঞানি!
আমরা হচ্ছি অসহায়!
গাছের পাতা সবুজ ছাতা
গাছে গাছে পাখিদের কলরব
ডালে ডালে পাখিদের বাসা।
মানুষ কাটছে গাছ
গাছ নিরবে আকুতি করে বাঁচার
নিষ্ঠুর মানুষ! কে শোনে কার কথা!
বোঝে না গাছের ভাষা! নীরব কাঁন্নার সুর,
গাছ রোদ বৃষ্টি প্রকৃতির মাঝে
ফুলে ফলে ভরে দেয়।
গাছ, জ্বালানি হয় আগুনে পোড়ে মানুষের চুলায়।
অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান সর্বত্র
মানুষকে বিলিয়ে দেয়, উজাড় করে দেয় সর্বস্ব।
তবু বনের পর বন মানুষে করছে ধবংস।
সুশোভিত বৃক্ষ পরিবেশের বিছানা,
গাছের ঔষধি গুন আমাদের কি অজানা!
মানুষের বন্ধু, পরিবেশের বন্ধু
গাছ আমাদের বিপদের বন্ধু।
আসুন, আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
গাছ রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ,
গাছের প্রতি মাটির মমতায়
গাছ আমাদের দেয় জীবনের সংযোগ।
(২৫জুন২০০৯)