বহুভাষা, বহু রীতিনীতি
আচার সংস্কৃতির এই দেশ,
জীবনবোধের সুদুর অতীতের
ঐক্যের মাঝে গড়া স্বদেশ।
জগৎ ও জীবন বোধের চেতনার
এদেশ সজীব চলমান,
রূপ বৈচিত্রে সাহিত্য সংস্কৃতিতে
আমরা আবহমান।
ধর্ম-বর্ণ-গোত্র-শ্রেণী সংগ্রামের
সমাজচিন্তা সর্বত্র একাকার,
বিচিত্র জনগোষ্টির আত্মীয়তার বন্ধন
আমাদের অহংকার।
(০৯ আগষ্ট ২০১০)