তেপান্তরের পথ ভেঙ্গে নীরবে প্রস্থান
অনিকেত আত্মার কৃঞ্চগহবরে
নিসর্গ ছুঁয়ে ছুঁয়ে।
কবিতার শব্দ মৃদু আলোড়ন নক্ষত্রে,
কথোপকথন ছেড়ে ছবি আঁকে আলাপে।
পূর্ণিমার আলো নিয়ে, নিভে যায়
অন্ধকার ছুঁয়ে ছুঁয়ে।
সব ছবি কবিতা হয় মুক্তির পিপাসায়,
অনাসেই ছড়িয়ে পড়ে তৃষ্ণাকাতর ইচ্ছাগুলো
জলবর্তী মেঘের আঁধার আলোর স্বপ্নে
নিঝুম নীল সাদা জ্যোৎস্না ছুঁয়ে ছুঁয়ে।
নিস্তব্ধতার চরাচরে এলোচুল দোলে,
আপন মিতালির আপন পথে
প্রভাত আলোর পথে, কর্ম কোলাহলে
দু’জনে এগিয়ে চলে স্বপ্ন ছুঁয়ে ছুঁয়ে।
আঁধার ঠেলে আলোর পথে, তার সাথে
জীবন রাঙাতে মধুর সখ্যতা গড়ে
দূরগামি সুড়ঙ্গের আলোর ফোয়ারা দেখে,
জীবনের বাস্তবতা ছুঁয়ে ছুঁয়ে।
(১১ সেপ্টম্বর ২০১২)