হলুদ আবিরে বছর ঘুরে এলো ফাগুন,
প্রকৃতিতে নবীন ফুল পোশাকে আগুন।
বন-বনানীর ধুলিমাখা ফুল-পাতা আজ ,
লাবণ্য নগর সভ্যতায়, অপরূপ কারুকাজ।
শিমুল-পলাশ-কৃষ্ণচূড়ায় ফিরেছে সজীবতা,
ঝরাপাতার হলুদ বরণ আহা কি মোহনীয়তা!
রঙ ছড়িয়েছে আবিরের ছোঁয়ায়,
নান্দনিক নিসর্গতা ঋতুরাজের আভায়।
মনের অলিন্দে গুঞ্জরিত স্নিগ্ধ আবহ,
পুলকিত মনে রঙের প্রবাহ।
বসুন্ধরায় নতুন প্রাণে নবীনের কলোরব,
বসন্ত বরণে বাসন্তী রঙে প্রকতি সরব।
বসন্তের ছোঁয়ায় উতলা হাওয়া,
মনে মুকুলে বসন্ত দেয় নবীনের ছোঁয়া।
(১৩ ফেব্রুয়ারি ২০১৯)