আমার কাছে এলে পাবে বৃক্ষের ছায়া,
পুষ্পের ছোঁয়া আর স্নেহমাখা হাসি।
প্রাণ চষ্ণলতায় ভরে উঠবে হৃদয়,
ছড়াবো যাদুমাখা আদর রাশিরাশি।
আত্মার আত্মীয় মনেতে আরাম পাবে,
প্রাণে পাবে সুখের আনন্দ।
আলোর ঝর্ণা ধারায় ভুলে যাবে,
আত্মসমালোচনায় ভুলবে হিংসা-দ্বন্দ্ব।
স্বপ্ন সাধনায় অন্ধকার পেরিয়ে
আগামী দিনগুলি হবে সুদিন।
নিরলস জ্ঞানের সাধনায়
স্বদেশ গড়বো, ঘুচাবো সব ঋণ।
(০৪ আগস্ট ২০১৩)