নতুন সখ্যতায মাতে বহুরূপী রূপে,
সে যেন খাঁটি অঙ্গার পুড়ে পুড়ে ধুপে।
তার কত দূর্নাম নতুনের কাছে,
সর্বদাই থাকে পিছে পিছে।
পারি না কাজ বাদে তোষামোদি করতে,
তেল মারা শুরু প্রভাত হতে রাতে।
সবাই ভালোবাসে তেল,
তাই বলে এতো তেল।
তেল ছাড়া চলে না কল। ঘোরে না চাকা,
তেলের মহিমায় সচল থাকে চাকা।
তোষামোদির যুগে ব্যর্থতার মাঝে,
সফলতা খুঁজে পেয়েছি অবশেষে প্রতি কাজে।
ব্যর্থতার মাঝে সফলতা
যদি দূর করো অলসতা।
ওরা ঘুরঘুর করে বসন্তের কোকিলের মতো
ওরা বহুরূপী!
আমার সফলতায় ওদের কেটেছে ঘোর,
সম্মুখে দেখ ঐ আলোকিত ভোর।
থেমে যায় ওদের দিবা নিদ্রার অট্টহাসি,
কাজকে আমি বড় বেশি ভালোবাসি।
আমার সফলতায় ওদের চোখে মুখে চিন্তার ছাপ,
ব্যর্থতার মাঝে খুঁজে পেয়েছি সফলতার ধাপ।
সোনালি রোদের স্বপ্ন পাহাড় এখন আমার জীবন জুড়ে
ওদের আলিঙ্গন করে এখন অন্ধকারে।
মেতেছিল ওরা মহাউল্লাসে তোষামোদি তেলে,
আমার পিছে ঘুরঘুর করে এখন প্রদীপ জ্বেলে।
আপন করে কাজে মন দিতে বলি
ভুলে যাও কুৎসা রটনা আর দলাদলি।
অবশেষে ভোরের আকাশে অচেনা মেঘ গেছে উড়ে,
গুপ্তধনের সীমানা এসেছে আমার চারিদিক জুড়ে।
তোমার ঘৃন্য তোষামোদি কর্ম।
জীবন যন্ত্রণা আসবে ফিরে ফিরে,
আমার কর্ম জীবন থাকবে বিশ্বের বুকে সারা জীবন ধরে।
( ৩১ মার্চ ২০০৯ )