অভিপ্রায় ছিল রূপমুগ্ধ তন্বীর
অপ্রতিভ নবীনের মতো!
মায়াঘন পাখি পল্লবের সনে
আত্মশোক ভোলে প্রীতির চুম্বনে
দুলে ওঠে আত্মপ্রত্যয়ে!
কুয়াশার ঘ্রাণ ধরণীর উষ্ণতা আনে,
বিপন্নতাবোধ অহ্মিকাবোধ
সৌন্ধর্য পিপাসু তন্বী।
(২৫ নভেম্বর ২০১২)