তোমার যা লেখার, লিখে যাও তুমি;
দেখবে, তোমার চিন্তা চেতনা কত দামি।
যা মনে আসে, চেতনায় যা কিছু ভাবো;
লিখে যাও সব আর গভীর ধ্যানে ভাবো।
তুমি আমি সে। আমরা সবাই মিলে ভাই,
জাতিকে দিতে পারি নতুন ঠিকানা সেথায়।
কাজ-কর্মে সততা আর আইনের প্রতি শ্রদ্ধা,
জাতির সামনে তুলে ধরো তোমার চিন্তা-চেতনা।
তুমি যতোটুকু ভাবো তোমার দেশে জাতির জন্য,
দেশের তরে জীবন দাও। তুমিই হবে তবে ধন্য।
তুমি লেখ দেশ জাতির ভবিষ্যৎ মুক্তির কর্ম পথ,
দেশ জাতি এগিয়ে নিতে কর্মে পুরোটা হও সৎ।
তোমার লেখাতে আগামীতে পেতে পারে আদেশ,
তোমার লেখাতে আবার রসাতলে যেতে পারে দেশ।
তোমার লেখাতে নব কৌশল পেতে পারে নেতা-নেত্রী,
তোমার চিন্তা-চেতনায় দিতে পারে অর্থনৈতিক মুক্তি।
তুমি পেতে পারো মহান কবি লেখকের খেতাব,
তোমার উদ্ভাবনী কৌশলে অর্থনীতি হতে পারে সরব।
যা কিছু ভাবো মননে, তাই নিয়ে লেখো বারবার;
তোমার ক্ষুদ্র চিন্তাই দিতে পারে আজ যা দরকার।
তুমি ভাবো, আমি ভাবি, আমরা সবাই কবি;
অর্থনৈতিক মুক্তিতে কাজ করি। আজ সময়ের দাবি।
জ্ঞান বিজ্ঞানে আলো জ্বালিয়ে উদ্ভাবনী শক্তি বাড়াও,
তোমার মেধা মনন চিন্তা চেতনার মর্মকথা লিখে যাও।
যা কিছু ভাবো আর লেখো সবই দেশের মঙ্গলের জন্য,
তবেই দেখবে দেশ জাতি তোমাকে করবে মান্য।
(১০ জানুয়ারি ২০১২)