তোমার নিখুঁত কল্পনা ঘরময় বর্ণিল আল্পনা
সাদা জমিনে হলুদ উল,
শেষ বিকেলে দল বেঁধে সবাই হেঁটে হেঁটে
রোদেরা হাওয়ায় দোলে চুল।
তোমার চাহনির চঞ্চলতা আমি তব দিশেহারা
লাল-নীল-সবুজ চিঠির ভীড়ে,
শিশির শিউলি ভোরে একাকী চলেছি ভোরে
তোমায় নিয়ে ফিরব নীড়ে।
জোনাকি জ্বলে আঁধারে ঝিঁঝিঁ পোকার করুণ সুরে
রাতের আকাশে দেখি দূর ঈশারায়,
ভেজা চুলের বেণী মিষ্টি মধুর কণ্ঠস্বর শুনি
নবযৌবনের উল্লাস বসন্ত ঘরময়।