আমাদের শক্তির দ্যুতি চিরঞ্জীব
একুশে ফেব্রুয়ারি,
রক্ত শপথে তোমাকে স্মরণ করি।
দু’হাতে পতাকা উধ ের্ব তুলে ধরি
একুশে ফেব্রুয়ারি।
নাম না জানা কত শহীদের বলিদান
বাঙালির বুকে, বাংলার মাঝে আছো অম্লান
ছাত্র জনতার কণ্ঠে জাগিল ঐক্যতান
রক্তে রঞ্জিত পথে তোমাদের ঘ্রাণ।
রক্ত শপথে তোমাদের স্মরণ করি
একুশে ফেব্রুয়ারি।
তোমরা বংলার বাঙালির বুকে
মিশে আছো আজও সুখে-দুখে
সংগ্রামী চেতনায় তোমাদের স্মরণ করি
একুশে ফেব্রুয়ারি।
প্রভাত ফেরিতে ফুল নিয়ে চলি
তোমাদের স্মরণ করি
একুশে ফেব্রুয়ারি।