তপ্ত বায়ু! তপ্ত বায়ু বহে ভূ-যান্ত্রিক
পীচঢালা রাস্তায় চেয়ে থাকে পথিক
তাপদাহে এলোচুলে দক্ষিণা বারান্দায়
আনমনে চেয়ে থাকে তারই ভাবনায়
সবটুকু রস চুষে নেয় , ঘুঘু ডাকে কাননে
মরুভূমির তপ্ত বায়ুতে কে কার সঙ্গী ভূবনে!
সাহারা-গোবি কিংবা পামির মালভূমিতে
মধ্যদুপুরে হৃদয় জুড়ে অদৃশ্য ছায়া প্রকৃতিতে!
যন্ত্রণায় স্তম্ভিত, আর্তচিৎকার ঐ তপ্ত দুপুরে।
শূন্যপ্রান্তরে তপ্তবায়ু মহাস্তব্ধতা বিশ্বচরাচরে।
(১০ আগষ্ট ২০১০)