বিশ্বকে দেখেছো! দেখো নাই মনে হয়,
বিশ্বকে জানার কেন এতো ভয়?
এমনি করে যাবে কি দিন
কে শোধাবে ঋণ ?
তোদের ঘাড়ে চেপেছে ভূত
খুঁজে নে শান্তির দূত, মুক্তির দূত।
আপনাকে চিনে বিশ্বকে দেখ্,
দেখবি তুই হবি মহাবিশ্বের মহাবিস্ময় এক।
তাড়িয়ে দে তুই আত্মঅহংকারের ভূত,
বিশ্বসভায় আলোকিত কর, তোরা যে কর্মের দূত।
সমালোচনা করবে, অনেকে অলৌকিক বলবে;
তবুও জাগিয়ে তোল তোর বিবেক স্বগৌরবে।
মিথ্য অহংকারে থাকলে সব হারাবি,
অকর্মে আত্মভোলা থাকলে কিছুই কি পাবি!
দেখে শেখার আগেই শেখো,
না জানলে জানো, বিশ্বকে দেখো।
ভয় সংশয় দ্বিধায় থাকলে তুমি
কর্ম না দিলে রাখবে না এ ভূমি।
বিদ্বান মনীষিদের দেখো তাঁদের ইতিহাস,
তোমার শ্রম-মেধা কর্মই ছড়াবে সুবাস।

(রচনা কাল: ২১ জানুয়ারি ২০১৯)