ফিরে তাকাও এই বাংলার দিকে!
বাংলার অভাবী মানুষের দিকে।
তাকিয়ে দেখ তারা কতো অসহায়,
নিরান্ন রাতে সীমাহীন কষ্টে দিন যায়।
শাসন শোষণের শিকার
আমার এই বাংলার মানুষ,
গুটিকতোক মানুষের স্বার্থে
অতিলোভে তারা অমানুষ।
লাগামহীন ভাবে বেড়ে চলেছে নিত্যপণ্য সামগ্রী,
দেখার কেউ নেই, কারণ আমরা মুনাফালোভী।
আমরা আপন স্বার্থে চলি,
দুর্নীতির কাছে মাথানত করে
মুক্ত অর্থনীতির কথাবলি।
তাকিয়ে দেখেছ কি ?
এই বাংলার মানুষের দিকে কভু!
মানুষ আজ অমানুষ হয়েছে ভেবেছ কি তবু!