অশুভ শক্তিকে রুখে সত্য
সুন্দর মানবতাকে স্বাগত জানাও,
নববর্ষের শুভাগমনে সকল
ভেদাভেদ ভুলে দেশের তরে এক হও।
এক হও জনতা জাতীয় ঐক্যে
জাগো সবাই দেশপ্রেমে,
সম্মান করো, ভালোবাসো দেশকে
দেশ কিনেছ শহিদের রক্ত্রে দামে।
নৈতিক অধঃপতন থেকে ফিরে এসো,
স্বদেশের পতাকাকে ভালোবাসো।
প্রতারণা করো না দেশের সাথে,
এই নতুন দিনে শপথ নাও প্রভাতে।
অশুভ অপশক্তিকে রুখে
আঁকড়ে ধরো জাতির আপন সংস্কৃতি,
নৈতিক মূল্যবোধ জাগ্রত করো
অপকৌশলে ছড়াও না মিথ্যা-গুজব-ভীতি।
স্বদেশের অর্থ দিয়ে
প্রচার করছ ভিনদেশী পণ্য,
প্রতারণা করো না নিজের সাথে,
তোমরা বীরের জাতি, তোমরা অনন্য।
নববর্ষের এই দিনে শপথ নাও
বাংলার পতাকা তলে এক হও।
ভালোবাসো দেশকে, আপন সংস্কৃতিকে;
মেধা-মনন-কর্মে জাগাও দেশকে।
দেশের খেয়ে, এ দেশে থেকে
প্রতারণা করো না স্বদেশের সাথে।
আমাদের দেশপ্রেম ঠেকেছে তলানিতে
কাজে যোগ্য না হয়ে, ব্যস্ত সমালোচনাতে।
(১৪ এপ্রিল ২০১৪, ০১ বৈশাখ ১৪২১)