আকাশ জুড়ে চাঁদের আলো মায়াবী জ্যোাৎস্না,
ভরা জোয়ারে রূপের মহিমা প্রবারণা পূর্ণিমা।
আঁধার তাড়িয়ে জ্যোৎস্নায় ভাসে চারিদিক,
চাঁদ দেখব বলে বেরিয়ে দেখি তারা ঝিকমিক।
হাঁটতে হাঁটতে চলেছি শান্ত নদীর বালুতটে,
শীত কুয়াশার মূর্ত্য জ্যোৎস্নায় তারই ছবি পটে।
রাতজাগা পাখির অপরিচিত কোলাহল কাশবনে,
আনন্দলোকে, মঙ্গললোকে এ এক অনুভূতি মনে।
ঋতুবৈচিত্রে ঋতুবদলে ঊষার আলোতে দিনমান,
পাখির ডাকাডাকি ভোরের বাতস প্রবাহমান।
আঁধার কেঁটেছে বেরিয়েছে ঐ নিজ নিজ কাজে,
নতুনের সন্ধান শেষে আপন আলয়ে ফিরে নিজে।
বেলাশেষে আলোর ঝিলিক গোধুলি বেলায়,
রাত পেরিয়ে দিনের শেষে ফিরি পথ চলায়।
(২২ ডিসেম্বর ২০১৩)