তুমি বাংলা আর বাঙালির খোঁজে
একবার হলেও যেয়ো টুঙ্গিপাড়ায়!
বিশাল মন, মহামানবের সন্ধানে
বাঙালির হৃদয় মন্দিরের আভায়।
তারপর ৩২ নম্বরের ঐ বাড়িতে
অনেক কিছু জানবে,
বাস্তব চিত্র সিঁড়িতে দেখবে!
যেন হাজার বছরের পরিচয় তাঁর সাথে,
ফুল হাতে শ্রদ্ধায় অশ্রু ঝরবে দেখাতে!
বাংলার ইতিহাস মুক্তির সংগ্রাম
কানে বাজবে রণ হুঙ্কার বজ্রকণ্ঠ ধ্বনি,
বাংলাদেশ জাগানো সেই হৃদয় দোলানো বাণী।
তুমি কি দেখেছ! সেই শ্বেত-শুভ্র
পোষাক পরা বিরাট মানুষটাকে!
’৫২ থেকে ’৭১ পর্যন্ত বাংলার পথে প্রান্তরে
মুক্তির কথা বলে শক্তি যুগিয়েছে সবাইকে।
এতোদিন পরে আবার জেগেছে বাঙালি
বাংলাদেশের শ্রেষ্ঠ মহান নেতার স্মরণে,
টুঙ্গিপাড়া আর ৩২ নম্বরে ঘুরে এসো
মনের কালিমা আর অনুশোচনা মোচনে।