আজকে খুশির ঢল নেমেছে মুসলিম দুনিয়ায়,
ঈদের নামাজ পড়তে ঈদগায়ে চল সবাই।
ধনি গরিব সবাই মিলে এক কাতারে দাঁড়াই,
আয়রে আয় সবাই দিলে কাঁধে কাঁধ মিলাই।

রমজান শেষে খুশির জোয়ার ঈদের ময়দানে,
পুলসিরাত পার হতে পূণ্যের দরকার এ জীবনে।
নবির নামে দুরুদ পড়ি, কলেমা পড়ি আয়,
তওবা করি, রোজার ফজিলতে মাফ পাবো নিশ্চয়।

মসজিদ ময়দানে মিলব সবাই মনে কিসের ভয়,
রোজ হাশরে আল্লাহ্ আমায় মাফ করবেন নিশ্চয়।
রোজা রেখে নামাজ পড়ে পূণ্য যে মুসলমান,
হাদিস-কোরান আকড়ে ধরলে পাবে যে সম্মান।

নামাজ-রোজা তসবিহ্ পড়, পড় রে পাক কোরান;
আখিরাতে শাফায়ত পাবি নবির, চলরে মুসলমান।
কলেমা নামাজ রোজা হজ যাকাত মেনে চল বিধান,
পরকালে নাযাত পাবিরে মুসলমান, রোজার সম্মান।
          (রচনাকাল: ২৫ আগস্ট ২০১৯)