আমাকে খুঁজে পাবে তোমার আপন ভাবনায়,
        বসন্তের আগুন ঝরা শিমুল পলাশে
       শাপলা ফোঁটা জলের পূর্ণিমা আভায়।

আমাকে খুঁজে পাবে হারানো দিনের স্মৃতিতে
        মুক্ত বিহঙ্গের মতো বেয়ে চলা প্রেম ধমণীতে
       স্মৃতিসৌধ, শহীদ মিনারে, কিংবা প্রভাত ফেরিতে।

আমাকে খুঁজে পাবে মানবপ্রেম, দেশপ্রেম, শান্তির মিছিলে
          মহাজনতার মাঝে, সারা বংলা জুড়ে
         অধিকার আদয়ে রাজপথের স্লোগানে।