আমাকে খুঁজে পাবে তোমার অনুভূতির চেতনাতে
নিরবে নিভৃতে আপন কাজের মাঝে
মনো বসন্তের শিশির ছোঁয়া প্রভাতে।
আমাকে খুঁজে পাবে মায়াবী রূপে সারা বাংলায়,
মেঠো পথে ছায়া সুনিবীড় শান্তির নীড়ে
নবান্নের উৎসবে আম কাঁঠালের ছায়ায়।