জগৎ সংসারে ইণ্টরনেটে হাজির আঙ্গুলের ডগার ইচ্ছায়,
চোখের পলকেই সামনে পেয়ে যায় যখন যা চায় তাই।
এমন সুয়োগ কেউ কি কখনো হেলায় হারাতে চায়!
পুরাতনের জিজ্ঞাসা আর নতুনের কৌতুহল বাড়ায়।
সৃজনশীল কর্ম নতুনের জাগরণ, বিস্ময়কর স্বপ্ন জাগায়;
নতুনের সৃষ্টিশীল কর্ম অনুপ্রেরণা বিশ্বকে এগিয়ে নেয়।
সময়ের সাথে বদলে যাচ্ছে পুরাতন ধ্যান-ধারণা,
বিজ্ঞানের জয় যাত্রায় তরুণ যুকেরা জাতির প্রেরণা।
সময়ের সাথে সকল অস্বস্তি কুমতলব দূরে ঠেলে,
সমাজ তথা বিশ্বকে সামনে নিবে জ্ঞানের আলো জ্বেলে।