আমাদের সময়ে কৈশর-শৈশব ছিল পড়ালেখায় সুরক্ষিত,
সময়ের বদলে লেখাপড়া ছেড়ে ইণ্টারনেটে, অবিভাবক শঙ্কিত।
লাইব্রেরিতে, সংস্কৃতি আর খেলাধুলায় ব্যস্ত থাকত সবাই,
আজ আঙ্গুলের স্পর্শে সামনে হাজির হচ্ছে যা চাচ্ছে তাই।
সময় গড়াচ্ছে, বিজ্ঞানের বদৌলতে নতুনের আবির্ভাব ঘটছে;
হতাশা বড়ছে, দেখা স্বাক্ষৎ আর পড়ার ধৈর্য হারাচ্ছে।