অস্বস্তির বিষয়গুলো মানবের মাঝে নাড়াচাড়া বেশি,
মাত্রাতিরিক্ত প্রচারে সংবাদ মাধ্যমের উৎসাহ বেশি।
আজকের যুব তরুণ ছাত্র সমাজ বড় বেশি মুক্ত স্বাধীন,
হাঁসি-ঠাট্টা, আড্ডা, ক্লাব-রেস্তোরা, দোকানের মোড়ে ব্যস্ত;
                          কে বলে তারা বেকার পরাধীন!
আত্মসমালোচনা বাদ দিয়ে যুক্তির তথ্য উপাত্ত না খুঁজে,
রাষ্ট্র কিংবা প্রতিপক্ষের সমালোচনা করে বুঝে না বুঝে।