সময় বদলের সাথে মানুষের রূপ বদলায়
হতাশার ভীড়ে দুঃখ বাড়ে আক্ষেপের দীর্ঘশ্বাস ছাড়ায়।
ভালো-মন্দ, আলো-অন্ধকার একটির সাথে অন্যটি জড়িত,
তরুণ্যের জ্ঞান-বুদ্ধি দৃষ্টিভঙ্গি সমাজে বড় প্রভাবিত।
আনন্দ মিললেও হতাশায় গিলে খায় চারিপাশে,
সমাজের মাঝে অস্বস্তি, বেকারত্ব নিত্য তেড়ে আসে।