আজও বাংলার আকাশে উড়তে দেখি চিল শকুন!
মুক্তির ক্ষণে ক্ষণে ধ্বংসে মেতে জ্বালে আগুন।
এই বাংলার মাঠে মাঠে নদীর মিলন মোহনায়,
আমায় জাগিয়ে তোলে সোনালী সূর্যের আভায়।
হাজার বছর ধরে পথ চলা এই বাংলার নাভিমূলে,
বাংলাকে ধ্বংসে মেতেছে ওরা ছলে বলে কৌশলে।
গহীণ অরণ্যে, অনন্ত নিশিতে খুঁজে ফেরে জননী,
এরই মাঝে উচ্চারিত হয় “জয়বাংলার” জয়ধ্বনি।
এই বাংলার বাতাসে ঐ চিরজ্বাজল্যমান মহামুক্তি।
মুজিবীয় স্লোগান “জয় বাংলা” যুগিয়েছে শক্তি।
ওরা চেয়ে ছিল থাকতে চিরদিন ওদের অধীনে,
তাইতো যুদ্ধ রাজাকারের সাথে মুক্তির ময়দানে।
ভালোবেসে দেশকে উজ্জ¦ীবিত-উদ্দীপ্ত করেছে দীপ্ত শপথে,
এই বাংলার তরে জীবন দিয়েছে তবু যায়নি বিপথে।
আমরা বাঙালি, মুক্তিযুদ্ধ মোদের গৌরব ইতিহাস,
জাতিভেদ ভুলে, উচু-নিচু মিলে পাশাপাশি করব বাস।
তবু রাজাকারের সাথে করব না আপস! ওরা বিষক্ত সাপ,
ওরা সুয়োগ সন্ধানী ; ওরা ঝোপ বুঝে কোপ মারে,
ওরা বাংলার অভিশাপ।
(০৩ মে ২০১১)