আমার মনের কোনে চোখের তারাতে
হৃদয় জুড়ে আছো ভাবনাতে,
পথ চলতে চলতে দেখা, চলেছি এক সাথে
দিবা-নিশি প্রভাতে, আছো ভাবনাতে।
দেখো, শীতটা যেন প্রেমের মতন,
আসি আসি করে এসে চলে যায় ছবির মতন।
আম-কাঁঠাল খেজুর গাছের শীতল ছায়ায়,
সবুজে মিশে দোলা দেয় চোখের তারায়।
এলোকেশে মঞ্জরির মোহনীয় রঙিন বেণী,
চতুদশী চন্দ্রকলায় সাজিয়েছ ফুলদানি।
(১১ জুন ২০১৮)