কালান্তরে হারাচ্ছি সামনে চলার গতি!
                 ঘুরে দাঁড়াবার নেই কোন সাহস,
বসবাস করি একই সাথে
                        একই গ্রাম পাড়া মহল্লায়।
একই গলি পথে চলি
                 কিন্তু সবার কি সমান মতিগতি!

তাই কালান্তরে গতি হারাচ্ছি
                      সমমনাদের মনো ভাবনা।
ইতিহাস নিজস্ব ধারায় লিখছে,
              কি লিখছে!
                        কেন লিখছে জানি না?
ক্ষয়িষ্ণু সমাজে আমরা করছি বসবাস!
                গুটি কতক লোক করছে সন্ত্রাস।

আমরা হারাচ্ছি কালের গহবরে,
            আপন-পরকে ঠকাচ্ছি সবাই মিলে!
সমাজকে, দেশকে সামনে পথ দেখানোর
                        সাহস। কেউ দেখাচ্ছি না।
সবাই আপনাকে নিয়ে ভাবছি।
               আমরা সবাই নিজস্ব ভাবনায় ব্যস্ত,
ফলে, ব্যক্তি স্বার্থ রক্ষা করতে করতে
           সমাজ কিংবা দেশের স্বার্থ রক্ষা হয় না।
অবশেষে কালের গহবরে হারিয়ে যাচ্ছি,
           আমরা আত্মকেন্দ্রিক, বিবেকহীন হচ্ছি।
                   (২৯ ফেব্রুয়ারি ২০১২)