উচ্ছ্বাসে ভরা উদ্দীপ্ত মোরা
আগামীর পথে,
বৈচিত্রময় বিচিত্র শোভায়
জীবন রাঙাতে।
মানস চোখের আল্পনা আগামীর কল্পনা
নতুন প্রভাতের সূর্যোদয়,
বুদ্ধিদীপ্ত ভাবনা সুদীপ্ত সাধনা
সোনালী দিনের হাতছানি দেয়।
নবীনের বুকভরা তেজ মনোবল সতেজ
ওরা জাতির কাণ্ডারি,
জ্ঞান বিজ্ঞানে সাহিত্য দর্শণে
যুব সমাজের বিচরণ জরুরি।
মননে জাগরণে চিন্তা কর্ম গুনে
আগামীর পথে,
বিশ্বসভায় স্থান নাও অনুভূতি জাগাও
আগামীর ভাবনার সাথে।
আলস্য অবহেলায় পার করো না সময়
ধ্বংসে নয় সৃষ্টিতে জাগো,
সম্ভাবনার পথ আপন ভবর্ষ্যিৎ
আগামীর ভাবনায় জাগো।
( ০১ নভেম্বর ২০১৭)