ওরা বিধাতা ছাড়া কারো কাছে নোয়ায় না শীর,
ওরা মাতা-মাতৃভাষা-মাতৃভূমির নির্ভিক বীর।
ওরা নিপীড়িত মানুষের, মানে না শাসন-শোষণ;
ওরা রাষ্ট্রের ক্ষতি হয় এমন কাজে করে না তোষণ।
ওরা মাতৃভাষা মাতভূমির তরে
জীবন দিয়ে বাঁচায় দেশকে,
ওরা আলোর কথা বলে,
আলোকিত করে সমাজকে।
ওরা দেশ-জাতির কাণ্ডারি, মহানায়ক, মহাবীর;
ওরা নীতিতে আপোষহীন, নোয়ায় না শীর।
ওরা মিথ্যার সাথে করে না আপোস,
সর্বদা সত্যের উপাসক,
ওরা জাতির দুর্দিনে জেগে উঠে জাগায় বিবেক।
(২৯ জুলাই ২০১৮)