ওরা ভাঙ্গে বিভেদের দেয়াল
ওরা গড়ে সাম্য-মৈত্রী ভ্রাতৃত্বের ভূতল,
ওরা শহীদ মিনার স্মৃতিসৌধ গড়ে অন্তরে
ওরা দেশমাতাকে ভালোবাসে
ভক্তি-শ্রদ্ধা ভরে।
ওরা মানুষে মানুষে ব্যবধান ঘোচায়
ওরা থাকতে চায় না
পরাধীনতার খাঁচায়।
ওরা সংগ্রামি জনতার উচ্ছ্বাস
ওরা স্বাধীন বাংলার ইতিহাস।