ওরা মানবতার, ওরা মুক্তচিন্তার
ওরা আমাদের সোনালী ভবিষ্যৎ।
ওরা বাংলাকে দেখাবে নতুনপথ,
জাতিগঠনে,দেশপ্রেমে ওরা যোগ্য সৎ।
ওরা সাম্যের, ওরা মৈত্রীর, ওরা শান্তির
ওরা জাতির কাণ্ডারি নির্ভিক বীর,
ওরা সত্যের সাথে করে বসবাস,
দুর্নীতি ঘুচিয়ে করবে সোনালী আবাস।