দুর্নীতিতে ভরেছে দেশ
সুনীতিতে ভয়,
ন্যায় বিচারে সত্য কোথায়
মুক্তচিন্তাতে ক্ষয়।
দুর্নীতি যেন আজ সুনীতি
বাড়ছে শুধু ভয় ভীতি,
কালো টাকার পাহাড় করে
করছে রাষ্ট্রের ক্ষতি।
দুর্নীতি প্রতি কাজে
সর্বদা মিথ্যার আশ্রয়,
আমলাতন্ত্রের জটিলতায়
সুর্নীতিতে ভয়।
প্রতি কাজে(ঘুস) চায়
বিবেক নিশ্চুপ রয়,
আমরা দিয়ে যাচ্ছি
ঝামেলা ছাড়াই।
ওদের লোভ বাড়ছে দিনে দিনে
ফাইল পড়ে থাকে অকারণে,
দুর্নীতির ভারে মুক্তঅর্থনীতি
সিণ্ডিকেটে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি।
দুর্নীতির ঐ দুর্বিপাকে
সুনীতি শুধু বইয়ে থাকে।
(২৮ আগস্ট ২০১৮)