শিক্ষা-দীক্ষা, আবিষ্কার দর্শন অনছি ধার করে
গবেষণার অবহেলার কারণেই।
দৈন্য জাতির মতো বেঁচে আছে আত্মঅহংকারে
সময় বড় নির্মম! ক্ষমা করেনা কখনো।
স্বজাতির মধ্যে বিরোধ বাঁধিয়ে ফায়দা লুটছে ওরা
আবার করছো ওদের তোষামোদ,
স্বজাতিকে শত্রুতা বানিয়ে দু’দিকে অস্ত্র বিক্রির পায়তারা
আর কূটকৌশলে নিচ্ছে প্রতিশোধ।