সময়ের সৎ ব্যবহারে জাগিয়েছিল বিশ্বভ্রাতৃত্ব
মানবতার মুক্তিতে জেগেছিল সমতা,
সময়ের শ্রেষ্ঠ যে জাতি অবহেলায় হারিয়েছে কর্তৃত্ব
নিগৃহীত সে জাতি লাঞ্চনায়-গঞ্চনায়।
স্বনির্ভর জাতি আজ মারখাচ্ছে প্রাচীন চিন্তা চেতনায়
অলস বিলাসীতা আর অবহেলায়,
কাজ ফেলে ফুর্তিতে ঘুরছে, মার খাচ্ছে বিদ্যায়
সময়ের নির্মম বলি এ শিক্ষায়।