অলস, বিলাসিতায় ডুব দিয়ে, দায়িত্ব কর্তব্য ভুলে
যারা সময়ের মূল্য দেয়নি!
শ্রেষ্ঠজাতির নিকৃষ্ট পরিণতিতে ইতিহাস ওঠে দুলে
সময় তাদের কখনো ক্ষমা করেনি!
পৃথিবীর বুকে মুসলমানেরা ছিল শ্রেষ্ঠ জাতি
সর্বত্রই ছিল বিজয়ের পতাকা,
জ্ঞান-বিজ্ঞানে, মেধা-মননে সবখানে ছিল জ্যোতি
মুক্তিন্তার মানবতায় ছিল একতা।