রক্তের দাগ মিশে আছে এই বাংলায়,
আকাশে বাতাসে ধুলিকণা কাদায়।
ঐ নরপশুদের হাতে আছে রক্তের দাগ,
নির্বিচারে হত্যা! কেন! কিসের এতো রাগ?
বুলেট বিদ্ধ বাংলার নর-নারী। কেঁদেছিল!
ওরা নরপশুদের হাতে-হাত মিলিয়ে ছিল।
মানুষ নামের কিছু কীট,ধর্মের দোহায় দিয়ে;
হত্যা ধর্ষণ করেছিল হানাদার বাহিনী দিয়ে।
প্রতিদিন ওরা রক্ত নিয়ে খেলেছিল,
জিম্মি করে মনোবল দূর্বল করতে চেয়েছিল।
গণকবর আর বধ্যভূমি নিরব স্বাক্ষী তার!
রক্তের হোলি খেলায় করত দিন পার।
রাইফেল রুটি আওরাত নিয়ে খেলত সারাবেলা,
বিশ্ব বিবেক দেখেছিল সে হত্যা-ধর্ষণ খেলা।
মুক্তির মিছিলে জেগেছে জনতা নতুন কৌশলে,
বিজয় দিবসে জেগেছে মানুষ দলে দলে।
শহীদ বীর বাঙালির রক্তের শপথে,
এগিয়ে চলেছে অর্থনৈতিক মুক্তির পথে।
(১৬ ডিসেম্বর ২০১১)