বৃষ্টিমাখা বৃক্ষের শাখায়-পাতায়
চুম্বনে চুম্বনে স্বপ্ন শেখায়,
অমৃতের সন্ধানে। মেঘের আবেশ জুড়ে
বিষাদের নীল মেঘে উড়ে উড়ে!
মেঘ-রৌদ্রের প্রণয়ের স্বর্গীয় সুর
বৃক্ষের অদৃশ্য জ্বালা কে করে দূর!
অজস্র ফুলের দীপশিখা প্রাণ,
বৃক্ষের মিছিলে নৈঃশব্দের গান।
কর্মক্লান্তি ভোলে বৃষ্টির জ্যোৎস্নাত রাতে,
ক্ষণে ক্ষণে দোলে! উবর্শীর শ্বেত
হাসির সাথে।
প্রেমের ভরা চোখ ফুলে-ফলে
ছায়ায় কাঁপে লাজুক তাল তমাল হিজলে।
নৈঃশব্দের মিলন অন্ধ প্রেম কানন,
বৃক্ষের মিছিলে রাশি রাশি চুম্বন।
কাজল চোখ, রূপালী ঠোঁট, রোমাঞ্চিত হাসি
প্রেম ভরা চোখ অষ্টাদশী।
ছায়ায় কাঁপে লাজুক আমের মুকুলে
আপনাকে ভুলে! বৃক্ষমূলে
স্বপ্ন শেখায় মায়বী ইশারায়
জীবন বিলায়, মানুয়ের সেবায়।
(২১ নভেম্বর ২০১০)