পৌষের চিত্র
শীত-কুয়াশার মাঝে বিচিত্র,
মিঠে কড়া রোদ হাসে
মিষ্টি খেজুর রসে।
হিমেল হাওয়া
তেজহীন সূর্য ডুবে যাওয়া,
বইছে শৈত্য প্রবাহ
আহ্ ! কি দুর্বিসহ!
শীতের জড়তা
শরীর মন চায় ঊঞ্চতা,
শিশির ফোঁটা ঘাসে
প্রভাত আলোয় হাসে।
(২৫ ডিসেম্বর ২০১৭)