প্রাগৈতিহাসিক শূন্যতার মাঝে ভালোবাসাগুলো
ছুটে চলে জীবন্ত ধ্বংসস্তূপে,
অনন্ত পথ হাঁটার পথে আত্মকহন ধাপে ধপে।
সময়ের বাতিঘরে লোভাতুর মুখ!
বিবর্তনের ধ্বংসস্তূপে খোঁজে নাগরিক সুখ।
না বুঝেই পথে নামে ঊষ্ণতার নীলে,
অনাকাঙ্খিত আবেগ চৈতন্যে ওঠে দুলে।
প্রতীক্ষার প্রহর গুনে এক বুক ঘৃণায়!
নতুন পথ ভর্তি, সেতো আস্তকুড়ের আবর্জনায়!
দুঃসময়ের আড়ালে শকুনিদের তীক্ষ্ন থাবা,
ধ্বংসস্তূপ থেকে আমাদের রক্ষা করবে কেবা?
ডুবোচর, চোরাবালি, অন্ধগলি পথে বারবার
অর্থনৈতিক, রাজনৈতিক মুক্তি থেমে যায় বাংলার।
একবুক হতাশা নিয়ে আর কতকাল প্রহর গুনব!
অনন্তকাল কি জীবন্ত ধ্বংসস্তূপেই থাকব?
(০১ মে ২০১২)