জিনিসের দাম
ছিড়ছে লাগাম
সিণ্ডিকেটরা বড়ই ক্ষমতাবান,
যা ইচ্ছে তাই
করছে সেথায়
বাজারে দরাদামে নাভিশ্বাসে ওঠে প্রাণ।
দাম বাড়িয়ে
গুজব ছড়িয়ে
দোষ চাপায় সরবরাহ কম,
আছে ভুরিভুরি
দামের বাহাদুরি
জিনিস পত্র আটকিয়ে দাম বাড়ায় মোকাম।
মন্ত্রী বলে
সবাই মিলে
বসেছি। শিঘ্রই দাম কমবে,
দশ টাকা বাড়িয়ে
দুই টাকা কমিয়ে
ভাষণে বলে সব ঠিক হয়ে যাবে।
এক সপ্তাহের বাবধানে
ব্যবসায়ী চনমনে
কোটি টাকার বাণিজ্য। ভুক্তভোগী জনগণ,
মধ্যসত্ত ব্যবসায়ী
সরকারই দায়ী
দাম পায় না কৃষক, জনগণের অসহায় মরণ।