আমাদের রাজনীতি দল আর ব্যক্তিমুখী
দেশের কথা ভাবে ক’জন! সবাই পেটমুখী।
রাজনীতিতে পাওয়া যায় না আজ ত্যাগের
            শক্তিপ্রদর্শণ ত্যাগে নয় ভোগের।
তাই রাজনীতি আজ সেবাধর্মী বা গণমুখী নয়
তাই রাজনীতিবিদদের নিয়ে এতো ভয়!

ক্ষমতার লোভে দলবদল আর জোট বদল সর্বদাই,
দেশপ্রেম থাকলে এমন হওয়ার কথা নয়।
আমাদের রাজনীতির যে অর্থনীতি লালন করে
                          তা পুঁজিনির্ভর,
কৃষকের কাছ থেকে চুষে নেয়, তাই অর্থনীতিতে
                 হতে পারে না স্বনির্ভর।

আমাদের রাজনীতিতে জায়গা নেই মূল্যবোধ সততার,
সুবিধাবাদী, তোষামোদি, চাটুকর, নীতিবদল
                   দেশকে ধ্বংস করছে বারবার।
রাজনীতি পঁচে গেছে মেকির বাজারে ভণ্ড,
শিক্ষিতরাই অর্থ পাঁচার করে ভাঙ্গছে দেশের মেরুদণ্ড।
আমাদের রাজনীতি অপপ্রচার গুজব হিংসার ছড়াছাড়ি,
সব কিছুতেই দেশ জনগণকে নিয়ে করে বাড়াবাড়ি।
(রচনাকাল: ২৯ ডিসেম্বর ২০১৯)