নীতিহীন আদর্শ নিয়ে অনৈতিক কাজ করো,
আর শান্তি শান্তি বলে চিৎকার করো।
মানব ধর্ম মহান ধর্ম শান্তির মহাপথ
দেশ-জাতির আদর্শে তোমরা কি হবে না সৎ!
শান্তি, সম্প্রীতি আর সহমর্মিতা দরকার সমাজে,
নীতি আদর্শে সৎ হতে হবে প্রতিটি কাজে।
ক্ষুধা-দারিদ্রমুক্ত সমাজ গড়ো তোমরা,
দেখবে, বিশ্ব শান্তির ঐতিহ্যে হবে সেরা।
নীতিহীন অনৈতিক কাজ
মানব সংসারে শান্তি-সম্প্রীতি নষ্ট করছে আজ।
নীতির প্রশ্নে সবাই হও অপোষহীন
কাজের সততা দেখাও, তোমরা আজ স্বাধীন।
(১৬ ডিসেম্বর ২০১৭)