তোরা ভাবছিলি কি আর এখন হলো এসব কি!
দিন দুনিয়ার ভাবসাব তোরা ভালো হতে দিলি কি!
রঙের খেলায় রঙ তামাশায় মেতেছিস মিছে ছলনায়,
তোরা জেনে বুঝে গুজব ছড়াচ্ছিস দেশ ধ্বংসের দোর গোড়ায়।
তোরা ছলে বলে কৌশলে, সব করেছিস আবেগ ছলে,
ছাত্রদের মগজ ধোলাইয়ে কৌশলে সব করেছিস দেশ ভুলে।
দেশ জনতা বুঝল না, সুখে থাকলে ভূতে কিলায়
পঙ্গু হয়ে জীবন নষ্ট, কথায় তুষ্ট এখন তারা ক'জনে খোঁজ নেয়।
তোমরা গেছো আবেগের বশে পঙ্গু হয়েছো স্বভাব দোষে,
বাজারে আগুন জিনিসের বেড়েই দ্বিগুণ, লাগামহীন ভাবে চলছে।