দুর্দিনের দুর্বিপাকে আটকে গেছে
সোনার বাংলা,
আজ বড় দরকার দেশপ্রেমি
মহাননেতার কথাবলা।
অন্ধকার দূরে ঠেলে আলোকবর্তিকার
মতো বাতিঘর,
নতুন স্বপ্ন নিয়ে আসবে
জাতিকে জাগাবে আবার।
স্বাধীন বাংলার মুক্তির দিশারী হয়ে,
জাগতিক স্বপ্ন নিয়ে;
মুক্তির পথ, নতুন পথ দেখাবে
জাতির কাণ্ডারী হয়ে ।
আজ বড় দরকার দেশপ্রেমি মহান নেতার,
অর্থনীতি রাজনীতির মুক্তি দিবে মানবতার।
সকল জাতিভেদ, বর্ণভেদ,
ধর্মান্ধতা ভুলিয়ে মানবতায় চলবে;
স্বজাতিকে স্বদেশ প্রেমে জাগাইয়া
ভেদাভেদ ভুলাবে।
সোনালী আলোয় ভরে দিবে
সোনার বাংলার সোনালী প্রান্তর,
দেশপ্রেমি মহান নেতার বড় দরকার
যে বোঝে বাঙালির অন্তর।
হানাহানি মারামারি ভুলিয়ে
যাত্রীকে নিবে মানবতার বন্দরে,
মুক্তির নতুন পথ দেখাবে,
স্বপ্ন বাস্তবে আনবে জাতির অন্তরে।
আজ বড় দরকার দেশপ্রেমি
মহাননেতার, জাতির কাণ্ডারী;
মানবতা জাগিয়ে অর্থনীতি রাজনীতিতে
দিবে জাতির দিশারী।
(১৪ নভেম্বর ২০১৩)