দেশ-জাতি রাষ্ট্রের প্রকৃতি
ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি
মুক্তপ্রাণ আলোর যাত্রীরা শান্তিময়,
আলোর সেতু রচনায় ভূবন করে জয়।
ক্ষয় নাই, ভয় নাই, মুক্তমানব বিকাশে;
ধ্রুবতারা হয়ে জ্বলে ঐ বিজয়ের আকাশে।
অক্লান্ত পরিশ্রম অদম্য মনোবল,
স্বপ্ন কুঁড়িকে মহীরূহ করে অবিরল।
মহাকালের গর্ভে বেড়ে ওঠে
সোনালী আলোর নক্ষত্রে ছোটে,
ধূসর অন্ধকারে নীরবতার ভাঁজে ভাঁজে,
রাত্রির বুকে প্রাণ মুখরতার আলো খোঁজে।
আলোক বর্ষের আলো দেখে আলোর যাত্রীরা,
কল্পনার গভীরে উড়ে নতুন অনুভূতিরা।
আকাশ গাঙে ঢেউ জাগে ঐ শুকতারায়,
আলোর যাত্রীরা পাড়িদেয় কণ্টকপথ যাত্রায়।
প্রাণের উচ্ছ্বাস মায়াবী উদ্যান আলোর শিখরে,
স্বপ্নকে বাস্তবে যে আনে আলোর যাত্রী তাঁকে বলে।
(রচনাকাল: ১০ জুন ২০১৯)