উপর দিয়ে চলছে বাস-ট্রাক আর
নিচে চলছে রেলগাড়ি,
ঘৃণ্য চক্রান্তকারী নিন্দুকের মুখে
চুনকালি দিয়ে সেতু গড়ি।
পদ্মা সেতু বাঙালির সক্ষমতার পতীক
আত্মমর্যাদার সম্মানের,
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনড়
প্রতীজ্ঞার মনোবল এ অর্জনের।