কতকথা বলেছিল কতজনে কত অভিমত
পারবে না সেতু গড়তে!
আঁধার কাটিয়ে দৃঢ় মনেবলে
নিজস্ব অর্থায়নে পেরেছে গড়তে।
নব দিগন্তের সূচনা, নব আশার সঞ্চয়
বাংলাদেশ অগ্রগতিতে বিস্ময়।
সৌরভ ছড়িয়ে গৌরবে অগ্রগতির
পদযাত্রায় উন্নয়নে নেই সংশয়।