শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে খুলেছে
বাংলায় দখিনা দুয়ার,
ফেরিঘাটের সকল ভোগান্তি দূর করে
ছয় মিনিটে এপার ওপার।
দেশপ্রেম, সত্য আর ন্যায়ের পথের
দৃষ্টান্ত হলো আমাদের পদ্মা সেতু,
বাংলাদেশ পারে, অমরা গড়েছি
আমাদের টাকায় আমাদের সেতু।
(২৫ জুন ২০২২)