আমরা পারি, বাংলাদেশ পারে,
সাহসিকতার দৃষ্টান্ত পদ্মা সেতু;
বিশ্ববাসী দেখেছে আজ দুর্নীতির
কলঙ্ক মাখেনি গায়ে এ পদ্মা সেতু।
আত্মবিশ্বাসের কেতন উড়িয়ে বাংলাদেশ
আত্মমর্যাদার জয়ের রথে,
শেখ হাসিনার দৃঢ়চেতায়, স্বপ্ন-শ্রম-ঘামে
বিজয়ের কেতন হাতে।