প্রমত্ত পদ্মার দুই তট এক করেছে
সকল সমালোচনা ব্যর্থ করে,
তলাবিহীন থেকে উন্নয়নের
রোল মডেল, বাঙালি সব পারে।
শত ষড়যন্ত্রের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে,
দালালের বাঁধা পেরিয়ে,
আমরা আমাদের সৃজনশীলতা,
সাহসিকতায় পৌঁছিয়েছি প্রত্যয়ে।