একটি শক্তি
একটি ভক্তি
তর্জনী উচানো শেখ মুজিবুর রহমান,
একটি নাম
শ্রদ্ধা সালাম
সর্বত্র বহমান শেখ মুজিবুর রহমান।
শোষিতের হাতিয়ার
শাসকের যত ডর
বিজয়ী নাম শেখ মুজিবুর রহমান,
জনতার একতা
বিজয়ী স্বাধীনতা
আপোষহীন নাম শেখ মুজিবুর রহমান।